ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৯৬

সিলেটের নারাইনপুর সীমান্ত চোরাচালানের ‘নিরাপদ’ রুট!

সিলেট সমাচার

প্রকাশিত: ১২ মে ২০২৪  

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত যেন চোরাকারবারিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীকে ‘ম্যানেজ’ করে  সীমান্তের ওপার থেকে মাদকদ্রব্যসহ বিভিন্ন ভারতীয় পণ্য আসছে বলে অভিযোগ রয়েছে।  


গত শুক্রবার রাতেও ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই কাঞ্চন চক্রবর্তী উপজেলার নারাইনপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয়  মদ জব্দ করেন। এ ঘটনায় মাদক সম্রাট রজব আলীকে আসামি করে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিউল ইসলাম বাদী হয়ে ১১ মে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে খবর নিয়ে জানা গেছে, নারাইনপুর সীমান্তে ১২৪৭ পিলার হচ্ছে কালাসাদেক ও নোয়াকুট বিওপির সীমা। যার ফলে এই সীমান্তে কালাসাদেক ও নোয়াকুট ক্যাম্পের বিজিবি সদস্যরা তেমন টহলে আসেন না। এছাড়া সীমান্ত এলাকা হওয়ায় পুলিশও তেমন টহল দেয় না। এই সীমান্তে ভারতীয় কাঁটাতারের বেড়া না থাকায় এপার-ওপার হতে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় না চোরাকারবারিদের। ফলে উপজেলার সবচেয়ে নিরাপদ চোরাচালানের রুট হয়ে উঠতে শুরু করেছে নারাইনপুর সীমান্ত।

বেশ কয়েকজন চোরাকারবারি নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানিয়েছেন, প্রতি মাসে জনপ্রতি ৪০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত দিয়ে ‘লাইন’ আনতে হয়। যাতে কোম্পানীগঞ্জের কোথাও কেউ আটক না করে। তবে উপর থেকে প্রেশার আসলে তারা আমাদেরকে বলে- তখন আমরা সামান্য কিছু মাল তাদেরকে ধরিয়ে দেই। এছাড়াও প্রতি রাতে যারা ধারে-কাছে ডিউটিতে থাকেন তাদেরকেও ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। ওপার থেকে অনেকেই ফুচকা বা খাদ্যদ্রব্যের ভেতরে করে মাদক নিয়ে আসেন।

কোম্পানীগঞ্জ থানার এসআই আসাদুল ইসলাম শুক্রবার রাতে মাদকদ্রব্য আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৭২ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। এ বিষয়ে ১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।


কালাসাদেক বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার বলেন- সীমান্তে আমাদের নিয়মিত টহল রয়েছে। আমরা ১২৪৭ পিলারের এই দিকে টহল আরো জোরদার করবো।

গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান বলেন- চিকাডহর নারাইনপুরের দিকে কোনো কিছু আসলে সেটা আমার জানা নাই। আর মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। আমরা এদিকে অভিযান পরিচালনা করবো।

সিলেট সমাচার
সিলেট সমাচার