ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৫০

ফের বন্যায় প্লাবিত বালাগঞ্জ,পানিবন্দি অর্ধলক্ষ মানুষ

সিলেট সমাচার

প্রকাশিত: ৪ জুলাই ২০২৪  

ফের বন্যায় প্লাবিত বালাগঞ্জ। পানিবন্দি অর্ধলক্ষ মানুষ। কুশিয়ারা ও পাহাড়ি ঢলে প্লাবিত বালাগঞ্জ পানিবৃদ্ধি অব্যাহত আছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফের বন্যায় প্লাবিত বালাগঞ্জ। বন্যা পরিস্থিতি সময়ে সময়ে অবনতি দিকে যাচ্ছে। দিনব্যাপী ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত থাকলে গত সব বন্যার রেকর্ড ভেঙে যাবে। উপজেলার গ্রামীণ রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। শিক্ষা প্রতিষ্ঠানেও পাঠদানের কোনো সুযোগ নেই যদিও শিক্ষা প্রতিষ্ঠান খোলা।

বালাগঞ্জের প্রধান সড়কে হাটুর উপরে পানি। উপজেলা পরিষদ, বালাগঞ্জ থানায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নদীর পানি ঢুকে বিপদসীমায় দাঁড়িয়েছে। গ্রামীণ সড়ক উন্নয়ন ও এলজিইডি সড়ক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া জানান, এপর্যন্ত সরকারি ও স্থানীয় এমপি হাবিবুর রহমানের ১৫ টন সহ মোট ১৩১ টন চাল বরাদ্দ এসেছে। এছাড়া অনেক প্রবাসী ও বিত্তশালীরা সাহায্যে সহযোগিতা করছেন।

বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ আমজুর সংলগ্ন রাস্তাটি ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। চলাচল অনেকাংশেই বন্ধ রয়েছে। বালাগঞ্জ-শেরপুর (কুশিয়ারা ডাইক) করচারপাড়, জালালপুর, বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়কের আমজুড়সহ বেশকটি জায়গায় বড় ধরনের ভাঙ্গন দেখা দিয়েছে। গবাদি পশু নিয়ে খামারীরা বিপাকে পড়েছে। গুখাদ্যের সংকট দেখা দিয়েছে। বন্যায় মৎস্য খামার থেকে মাছ বেড়িয়ে পড়ায় সাধারণ লোকজন উৎসবের আমেজে মাছ ধরছে। এতে বড় ধরনের ক্ষতি হবে মৎস্য খামারীদের। বাড়ি-ঘরে পানি উঠায় দিশেহারা মানুষ ও নিরাশ্রয় গবাদি পশু। অনেক মানুষ আশ্রয় নিয়েছে স্বজনদের বাড়িতে।

সরেজমিনে দেখা যায়, বালাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের মানুষ প্লাবিত। হাওরের নিম্নাঞ্চল ও নদীর পাড়ে বসতি হওয়ায় গুরুতর ভাবে বন্যাক্রান্ত হয়েছে তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আশ্রয়ণ প্রকল্পে কোমর সমান পানি। ৬টি ইউনিয়ের বন্যাক্রান্ত মানুষের জন্য খুলা হয়েছে ৪৯টি আশ্রয় কেন্দ্র। উপজেলার সবগুলো ইউনিয়নের গ্রাম্য রাস্তাঘাটে হাটু ও কোমরসমান পানি থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন এতে পরিবার পরিজন ও গবাদি পশুপক্ষী নিয়ে চোখে সর্ষেফুল দেখছেন পানিবন্দি মানুষজন। 

পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন জানান, পূর্ব পৈলনপুর ইউনিয়ন ৮০ শতাংশ এলাকা বন্যায় প্লাবিত। বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। পুরো ইউনিয়ন পানিবন্দি কোথাও কোমর ও বুকসমান পানি। উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বোয়ালজুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চন্দন দাম জানান, তাঁর ইউনিয়নের মাকরসী ও মনোহরপুর গ্রাম নিম্নাঞ্চল হওয়ায় ওই এলাকার মানুষ বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের উদ্ধারের জন্য নৌকার ব্যবস্থা নেই। শতাধিক পরিবার ঘোষিত ও অঘোষিত আশ্রয়নে অবস্থান করছেন। সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।

বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো.আব্দুল মুনিম জানান, তাঁর ইউনিয়নে প্রায় ৮০ শতাংশ মানুষ পানিবন্দি। আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের খোঁজ খবর নিচ্ছি এবং ইউএনও’র সাথে যোগাযোগ রেখে ত্রাণ সহয়তা অব্যাহত আছে।

দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নজমুল ইসলাম নজম জানান, তাঁর ইউনিয়নে ৬০ শতাংশ মানুষ বন্যাক্রান্ত। এ পর্যন্ত ঘোষিত আশ্রয়ণে শতাধিক পরিবার অবস্থান করেছেন। 

পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ইউনিয়নের ৮০ শতাংশ বন্যাক্রান্ত। সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।

পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মাখন জানান, ইউনিয়নের ৯০ শতাংশ পানিবন্দি। সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। বন্যা পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। 

উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক বলেন, বালাগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি সময়ে সময়ে ভয়াবহরূপ ধারণ করছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণও প্লাবিত। আশ্রয়কেন্দ্রগুলে পরিদর্শন করেছি। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রতিষ্টান গুলো খুলে দেয়া হয়েছে আশ্রয়ণের জন্য। এ পর্যন্ত চলমান বন্যায় প্রায় ১৩১ মেট্রিকটন চাল বিতরণের জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যানবৃন্দকে দেওয়া হয়েছে। নগদ অর্থ, শুকনো খাবার ৯৫০ প্যাকেটসহ শিশু খাদ্য, গুখাদ্য দেওয়া হয়েছে ধারাবাহিকতা অব্যাহত থাকবে বন্যার উন্নতি না হওয়া পর্যন্ত। জেলা প্রশাসককে আমাদের অবস্থান সময়ে সময়ে অবগত করেছি।

বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া জানান, বালাগঞ্জে বন্যাপরিস্থিতি নতুন করে অবনতি হচ্ছে। বালাগঞ্জ উপজেলা ৫০ শতাংশ মানুষ বন্যাক্রান্ত। ইতিমধ্যে কুশিয়ারা ডাইকের জালালপুর ও আমজুর সংলগ্ন সড়ক ভাঙনের ফলে বালাগঞ্জ উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে পূর্ব পৈলনপুর ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন। সরকারি ত্রাণ যা পাচ্ছি তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে দেওয়া হচ্ছে। এই দুর্যোগ দুঃসময়ে সমাজের প্রবাসী বিত্তবানদের এগিয়ে এসেছেন। তাদেরকে ধন্যবাদ জানান। দ্বিতীয় ধাপের বন্যা মোকাবেলায় সবার সহযোগীতা কামনা করেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার